Bratya Basu: শিক্ষামন্ত্রীর নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগে গ্রেফতার ব্যবসায়ী
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) নামে সোশাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্যের অভিযোগ। গড়িয়ার পাটুলি থেকে গ্রেফতার ব্যবসায়ী। ২ জুন বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন শিক্ষামন্ত্রী। তাঁর অভিযোগ, সোশাল মিডিয়ায় তাঁর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। তদন্তে নেমে গতকাল পাটুলি থেকে অভিযুক্ত পার্থ চক্রবর্তীকে গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। কী কারণে মন্ত্রীর প্রোফাইলে কুরুচিকর মন্তব্য, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে এখনও পর্যন্ত ব্রাত্য বসুর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত ২ জুন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন যে, সোশাল মিডিয়ায় তাঁর প্রোফাইলে গিয়ে কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। তদন্তে নেমে প্রায় একমাস পর গড়িয়ার পাটুলি থেকে পার্থ চক্রবর্তী নামে এক ব্যবসায়ীকে সোমবার গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃত ব্যবসায়ীর কোনও রাজনৈতিক যোগাযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। কী উদ্দেশে ওই ব্যবসায়ী শিক্ষামন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।