Jnaneswari Express Accident Fraud: জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর প্রতারণাকাণ্ডে অমৃতাভ চৌধুরীর বাড়ি থেকে নথিপত্র সংগ্রহ সিবিআইয়ের
জ্ঞানেশ্বরী দুর্ঘটনার পর প্রতারণাকাণ্ডে ফের জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-তলব অমৃতাভ চৌধুরী ও তাঁর ছেলেকে। নিজাম প্যালেসে ডাকা হয়েছিল অভিযুক্ত অমৃতাভ চৌধুরী ও তাঁর ছেলে। সেখানে তদন্ত প্রক্রিয়ার পরে অমৃতাভ চৌধুরীকে তার জোড়াবাগানের বাড়িতে নিয়ে আসা হয়। সেখান থেকে বেশ কিছু নথিপত্র ও ছবি সংগ্রহ করা হয়। এর মধ্যে রয়েছে জ্ঞানেশ্বরী দূর্ঘটনাকাণ্ডের সময়ের ছবি ও বিভিন্ন নথি। তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। অমৃতাভ চৌধুরীর দাবি সেই সময় তিনি ক্ষতিপূরণ সহ যত টাকা পেয়েছিলেন তা সুদ সহ ফিরিয়ে দেবেন। অমৃতাভ দাবি এই ঘটনার সঙ্গে রেলের অনেকে জড়িত রয়েছেন। প্রসঙ্গত অমৃতাভ চৌধুরীর বিরুদ্ধে ডিএনএ-র নকল রিপোর্ট জমা দিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে।। জ্ঞানেশ্বরী দুর্ঘটনায় মৃতের তালিকায় তার নাম ছিল। এই কারণে তার পরিবার সরকারের তরফ থেকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেয়েছিল। এর পরে অমৃতাভর বোনকে রেলে চাকরি দেওয়া হয়েছিল। হঠাৎ রেলের কাছ থেকে অভিযোগ পেয়ে এই বিষয়ে তদন্ত শুরু করেছিল সিবিআই। তদন্তে সিবিআই জানতে পারে যে প্রায় ১০ বছর আগে হওয়া রেল দুর্ঘটনায় মৃতের তালিকায় থাকা ব্যক্তি আসলে এখনও জীবিত রয়েছেন। এর পরেই প্রতারণার অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিজাম প্যালেসে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
![Newtown News: টোটোচালকের হাতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি, প্রশ্ন নিরাপত্তার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/2d305d1a37125f3d6923df3d43b920da1739325981213535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)