Kaliachak Murder: কালিয়াচকে একই পরিবারের ৪ জনকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ২
কালিয়াচকে একই পরিবারে চারজনকে খুনের ঘটনায় আরও দু'জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা ওই পরিবারের ছোট ছেলে আসিফ মহম্মদের বন্ধু সাবির আলি ও মইফুজ আলম। বাড়ি থেকে উদ্ধার হয়েছে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৮৪ রাউন্ড কার্তুজ। ধৃত আসিফের কাছ থেকে প্রচুর বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে।
কয়েক মাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না একই পরিবারের চারজনকে। কিন্তু গুদামের মাটি খুঁড়তেই একেএকে বেরিয়ে এল বাবা, মা, বোন ও ঠাকুমার পচাগলা মৃতদেহ। আর বাড়ির চার চারজনকে খুন করে পুঁতে রাখার অভিযোগ উঠল সেই পরিবারেরই ছোট ছেলের বিরুদ্ধে। ঘরের মধ্য়ে মিলল সুরঙ্গের খোঁজ। ধৃতের দুই বন্ধুর বাড়িতে মিলল বিপুল আগ্নেয়াস্ত্র। শনিবার টানটান এই ক্রাইম থ্রিলারের সাক্ষী থাকল মালদার কালিয়াচক।
![Newtown News: টোটোচালকের হাতে এক স্কুলছাত্রীর মর্মান্তিক পরিণতি, প্রশ্ন নিরাপত্তার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/12/2d305d1a37125f3d6923df3d43b920da1739325981213535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)