Calcutta High Court: হাইকোর্টের নির্দেশে আজ দ্বিতীয়বার ময়নাতদন্ত ২২ বছরের তরুণের, পুলিশি অত্যাচারের অভিযোগ
হাইকোর্টের নির্দেশে আজ দ্বিতীয়বার ময়নাতদন্ত হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটের ২২ বছরের তরুণের। সকাল ৯টা থেকে ঘাটবকুলতলায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃত আবু সিদ্দিক হালদারের বাড়ির সামনে থেকে দেহ তোলা হয়। উপস্থিত ছিলেন মন্দিরবাজারের DSP-সহ সুন্দরবন পুলিশ জেলার আধিকারিকরা। মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত হবে NRS হাসপাতালে। অভিযোগ ওঠে, চুরির ঘটনায় ২ জুলাই আবু সিদ্দিককে ঢোলাহাট থানায় তুলে নিয়ে যাওয়া হয়। ৪ তারিখ গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে ওই দিনই তিনি জামিন পান। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হলে যুবকের মৃত্যু হয়। পুলিশের অত্যাচারের কারণেই যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয় মৃতের পরিবার।



















