South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার ৫১ টি নার্সিং হোমকে শোকজ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : দক্ষিণ ২৪ পরগনার ৫১ টি নার্সিং হোমকে শোকজ। লাইসেন্সের মেয়াদ পার হয়ে যাওয়ায় শোকজ করল স্বাস্থ্যদপ্তর। বৈধ লাইসেসন্স না দিয়ে পুরনো লাইসেন্স পুনর্নবীকরণ করে আরও ৩৬ টি নার্সিংহোমের লাইসেন্স কেড়ে নেওয়া হল।
আরও খবর..
কোটিপতি পানের ব্যবসায়ীর নাম উঠেছে আবাস যোজনার তালিকায়। পূর্ব মেদিনীপুরের তমলুকে তালিকা নিয়ে শুরু শোরগোল। তদন্তে নেমে নাম কেটে দিলেন জেলাশাসক। অভিযুক্ত পরিবারের দাবি, আগে অবস্থা ছিল নুন আনতে পান্তা ফুরনো, এখন ভাল চলছে ব্যবসা। তাই তৈরি হয়েছে পাকাবাড়ি। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বুধবার বেলডাঙা যাওয়ার পথে রাস্তায় তাঁকে আটকায় পুলিশ। এর জেরে রাস্তার ওপরে বসে বিক্ষোভ দেখাতে থাকেন। এদিকে রাজ্য সভাপতির গ্রেফতারির প্রতিবাদে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে মিছিল বিজেপির।
ইডিকে না জানিয়েই জ্যোতিপ্রিয়কে হাসপাতালে ভর্তির অভিযোগ। কী সমস্যা, জানতে চেয়ে অ্যাপোলোকে চিঠি ইডি-র । '১৬ নভেম্বর অ্যাপোলো হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিককে'। জ্যোতিপ্রিয়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার কথা কোর্টকে জানাল জেল কর্তৃপক্ষ। ভিডিও কনফারেন্সে আদালতে হাজির করানো হয় রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে
জ্যোতিপ্রিয়র আইনজীবী উপস্থিত না থাকায় আজ হল না শুনানি। কাল মামলার পরবর্তী শুনানি। অ্যাপোলোতে ভর্তি ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, জানায়নি জেল কর্তৃপক্ষ, দাবি ইডি-র
কী সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছিল, জানতে চেয়ে অ্যাপোলো কর্তৃপক্ষকে চিঠি ED-র।