Suti Accident: মুর্শিদাবাদের সুতিতে মর্মান্তিক দুর্ঘটনা, গাড়ি-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত ৬
মুর্শিদাবাদের সুতিতে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। গাড়ি-অটো মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৬জনের। জঙ্গিপুর মহকুমা হাসাপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ৯ জন। যাত্রী নিয়ে একটি সাদা স্করপিও দ্রুতগতিতে ফরাক্কা থেকে জঙ্গিপুরের দিকে যাচ্ছিল। কিন্তু, ধলার মোড়ে হঠাৎই স্করপিওটি নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডার টপকে উল্টোদিকের লেনে চলে আসে. আর ঠিক তখনই উল্টোদিক থেকে একটি অটো যাত্রী নিয়ে আসছিল। মুহূর্তের মধ্যে ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিও এবং অটোর। সামনের বাঁ দিকের চাকা খুলে যাওয়াতেই স্করপিওটি নিয়ন্ত্রণ হারায় বলে অনুমান।দুর্ঘটনার পরই স্থানীয়দের তৎপরতায় আহতদের প্রথমে মহিষাইল ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এরপরই তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। সেখানে মৃত্যু হয় বেশ কয়েকজনের। ঠিক কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্তে নেমেছে সুতি থানার পুলিশ।
![BJP News: প্রিয়াঙ্গু পাণ্ডের উপর হামলায় ধৃত একজনের নামে, সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল NIA](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/710cf01e3e731e485f58410738b715e51739514449230968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Kolkata Book Fair: অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কলমে ফুটে উঠল সুন্দরবনের মানুষের জীবন সংগ্রামের কথা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/6ab10f5581577e5a99b71fc32ec341b41739514170511968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Crime News:পরপর সাইবার প্রতারণা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিকে টার্গেট। ফের জামতাড়া গ্যাংয়ের পর্দাফাঁস](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/0e735db32a470e485e2078df0110a9731739513163853968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Malda News: মালদায় পুলিশের তল্লাশি অভিযানে উদ্ধার কোটি কোটি টাকার মাদক | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/2d701bea1b926debd5ce2f9c21f2b59f1739512932782968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![Kolkata News: গড়ফায় বাড়ির সামনে তরুণীর শ্লীলতাহানি। পুলিশের সামনেই অ্যাসিড হামলার হুমকির অভিযোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/14/43799ebea4b92b5b7a570160be3926451739512613508968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)