Calcutta Medical College: কলকাতা মেডিক্যাল হাসপাতালের লেডিজ হস্টেলের সুপারের বিরুদ্ধে পদক্ষেপ
ABP Ananda Live: চিকিৎসক-পড়ুয়াকে হুমকির অভিযোগে এবার পদক্ষেপ করা হল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের লেডিজ হস্টেলের সুপারের বিরুদ্ধে। অভিযুক্তকে পদ থেকে সরানোর পাশাপাশি, নিষ্ক্রিয় থাকার অভিযোগে সরিয়ে দেওয়া হল হাসপাতালের ডিনকেও। পাশাপাশি, অভিযোগকারীর ওপর চাপসৃষ্টির অভিযোগে আপাতত কোনও ক্লাস নিতে পারবেন না অভিযুক্ত বাকি ৩ চিকিৎসক-অধ্যাপক।
এবার কলকাতা মেডিক্যাল কলেজের প্রশাসনিক আধিকারিকদের একাংশের বিরুদ্ধে এই হুমকি দিয়েই চাপ তৈরির অভিযোগ ঘিরে তৈরি হল বিতর্ক। সমালোচনার মুখে পড়ে কলকাতা মেডিক্যাল কলেজের লেডিজ হস্টেলের সুপারকে পদ থেকে সরানো হল। সরিয়ে দেওয়া হয়েছে হাসপাতালের ডিন-কেও। পাশাপাশি স্বাস্থ্য ভবনের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অভিযুক্ত বাকি ৩ চিকিৎসক-অধ্যাপকও কোনও ক্লাস নিতে পারবেন না বলে জানানো হয়েছে। গত জুন মাসে, কলকাতা মেডিক্য়াল কলেজের লেডিজ হস্টেলের সুপারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শ্রুতি মণ্ডল নামে এক চিকিৎসক পড়ুয়া।