Cyber Fraud: 'সাইবার প্রতারণায় ৩ জনকে গ্রেফতার, ধৃতরা জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত',কী বললেন ADG ? | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সাইবার প্রতারণায় ৩ জনকে গ্রেফতার' 'ধৃতরা জামতাড়া গ্যাংয়ের সঙ্গে যুক্ত' 'ঝাড়খণ্ড লাগোয়া এলাকা থেকে সাইবার প্রতারণায় অভিযুক্ত ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে' 'ছোট ছোট গ্যাংয়ে ভাগ করে কাজ করত' '৮৪টি ফোন, ৮৪টি সিম কার্ড, ১০০-র বেশি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে' 'বহু অত্যাধুনিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে' 'জামতাড়া থেকে এসে পাশ্ববর্তী এলাকায় ঘাঁটি গেড়ে প্রতারণার পর ফিরে যায়', কী বললেন ADG (South Bengal) ?
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্টের ভিত্তিতে সুপারিশ রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক কমিশনের।খবর বাংলাদেশের সংবাদপত্র ‘ডেলি স্টার’ সূত্রে ।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরের অগাস্টের ৫ থেকে ১৫ তারিখ পর্যন্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করতে হবে।হাসিনা দেশ ছাড়ার পর অসংখ্য থানায় হামলা চালিয়েছে উন্মত্ত জনতা পুলিশ আধিকারিকদের পিটিয়ে মারা হয়েছে। আওয়ামি লিগের নেতা, কর্মীরা আক্রান্ত হয়েছেন। হিন্দু ও সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হয়েছেন', জুলাই অভ্যুত্থানের মহিলা আন্দোলনকারীদের ওপর যৌন নিপীড়ন চালিয়েছে আওয়ামি লিগ, রিপোর্টে উল্লেখ।


















