Morning Headline: হাওড়ার পর হুগলির রিষড়া। রামনবমীর মিছিল ঘিরে অশান্তি, অমিত শাহকে চিঠি সুকান্তর
হাওড়ার পর হুগলির রিষড়া। রামনবমীর মিছিল ঘিরে অশান্তি। ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! এলাকায় রুট মার্চ। জারি ১৪৪ ধারা, গ্রেফতার ১২। বন্ধ ইন্টারনেট পরিষেবা।
বিজেপির উস্কানিতে অশান্তি, আক্রমণে তৃণমূল। কাশ্মীর শান্ত হলেও বাংলা কেন নয়, মনে হয়, সরকার ইচ্ছা করে করাচ্ছে। পাল্টা দিলীপ। আগুন নিয়ে খেলা দুষকৃতীদের। কড়া হাতে দমনের বার্তা রাজ্যপালের।
বাংলায় হিংসা নিয়ন্ত্রণ করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সাহায্য করুন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর। বিজেপি শাসিত রাজ্যের তুলনায় অবাধ গণতন্ত্র বাংলায়, পাল্টা কুণাল।
আগ্নেয়াস্ত্র হাতে যুবক। হাওড়ার ছবি বলে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের। উনি তৃণমূলের লোক, কেন অধরা, প্রশ্ন বিশ্ব হিন্দু পরিষদের। কোথায় লুকিয়ে রেখেছে ওরাই বলতে পারবে, পাল্টা তৃণমূল।
সিবিআইয়ের খাতায় পলাতক, অথচ সেই লতিফের গাড়িতেই খুন কয়লা মাফিয়া রাজু ঝা! শক্তিগড়ে ঘটনাস্থলে ছিল গরুপাচার মামলায় অভিযুক্ত অনুব্রত ঘনিষ্ঠ। শ্যুটআউটের পর উধাও।