Nandigram Dibosh: নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা, তারমধ্যেও শাসক-বিরোধী টানাপোড়েন
ABP Ananda Live: নন্দীগ্রাম দিবসে শহিদদের শ্রদ্ধা জানানো নিয়েও অব্যাহত শাসক-বিরোধী টানাপোড়েন। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে তৃণমূল-বিজেপি আলাদা কর্মসূচি আয়োজন করলেও তা ঘিরে চড়ল উত্তেজনার পারদ। গোকুলনগরের অধিকারী পাড়ায় শহিদ তর্পণ করে শুভেনদু অধিকারী বেরিয়ে যেতেই, সেখানে গিয়ে বিজেপির লাগানো কালো পতাকা খুলে দেয় তৃণমূলের একাংশ। শুভেনদু দেরিতে অনুষ্ঠান শেষ করেছেন বলে বিরোধী দলনেতার উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূল নেতা শেখ সুফিয়ান। গোটা এলাকা জল দিয়ে ধোয়ার পর সেখানে শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জানান জয়া দত্ত-সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা।
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য
পার্কিং নিয়ে বচসার জেরে বাঙালি বিজ্ঞানীকে পিটিয়ে খুনের অভিযোগ, পাঞ্জাবের মোহালিতে চাঞ্চল্য। নিহত অভিষেক স্বর্ণকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে কর্মরত ছিলেন জন্মসূত্রে । বাংলার ছেলে হলেও মোহালিতে একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। পুলিশ সূত্রে খবর, এক প্রতিবেশীর সঙ্গে গাড়ি পার্ক করা নিয়ে ঝামেলায় জড়ান ওই বিজ্ঞানী । অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী বিজ্ঞানীকে বেধড়ক মারধর করে। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।


















