Jaldapara Fire: আগুন লাগার পরেই পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের কাঠের বন বাংলো | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: পুড়ে ছাই জলদাপাড়ার ন্যাশনাল পার্কের হলং বনবাংলো। 'রাত ৯: হঠাৎ আগুন দেখতে পান এক কর্মী।' ক্লোজিং পিরিয়ডে বন্ধই ছিল হলং বনবাংলো। এসিতে ফেটেই আগুন, অনুমান বন দফতরের। আগুন লাগার পরেই পুড়ে ছাই কাঠের বন বাংলো। আগুন লাগার খবর পেয়ে ফালাকাটা-হাসিমারা থেকে আসে দমকল। বন্ধ থাকায় ছিল না কোনও পর্যটক, কেউ হতাহত হয়নি: বন দফতর। বন্ধ বন বাংলোতে কীভাবে চলল এসি: মনোজ টিগ্গা। গর্বের হলং বন বাংলোকে রক্ষা করা গেল না: সুমন কাঞ্জিলাল।
কসবার পর এবার পাটুলি। ফের তৃণমূলের কোন্দল। এবার ১১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরকেই মারধরের অভিযোগ উঠল দলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডলের অভিযোগ, তিনি মঙ্গলবার রাত ৯টা নাগাদ পাটুলিতে নিজের কার্যালয়ে বসতে গেলে বেশকয়েকজন তৃণমূল কর্মী তাঁকে বাধা দেয়। শুরু হয় বচসা, ধাক্কাধাক্কি। অভিযোগ, এরপরই স্বরাজ মণ্ডলকে মাটি ফেলে বেধড়ক মারধর করা হয়। মুখ ফেটে যায় তাঁর। স্বরাজ মণ্ডলের অভিযোগ, তাঁর উপর হামলা চালিয়েছে ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীর অনুগামীরা। পাল্টা তারকেশ্বর চক্রবর্তীর দাবি, এধরনের ঘটনা তাঁর জানা নেই।