WB Corona Updates: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ১৩ হাজার ছুঁইছুঁই, মৃত্যু ৫৯
রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত এবার ১৩ হাজারের পথে। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২,৮৭৬ জন। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা মৃত্যু ৫৯। কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত ২৮৩০ । উত্তর ২৪ পরগনায় সংখ্যাটা ২৫৮৫। হাওড়ায় গত ২৪ ঘণ্টায় করোনার কবলে ৭৪৬।
করোনা রিপোর্ট আসতে দেরি। সেই কারণে ভর্তি নিল না হাসপাতাল। মেলেনি অক্সিজেনও। গড়ফায় বিনা চিকিৎসায় মৃত্যু হল বৃদ্ধার। ১৬ ঘণ্টা বাড়িতেই দেহ পড়ে ছিল। এবিপি আনন্দে খবরের পরে দেহ উদ্ধার।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ সাধারণ মানুষ। দ্রুত মিলবে ভ্যাকসিন, আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।
রোড শো বন্ধ নিয়ে কমিশনের হলফনামা গ্রহণ করল হাইকোর্ট। সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিত করুক কমিশন। প্রয়োজনে কমিশন বিশেষ আধিকারিক নিয়োগ করতে পারে, নির্দেশ হাইকোর্টের।
বীরভূমে ভোটের আগে অনুব্রত মণ্ডলকে আয়কর নোটিস। অনুব্রত মণ্ডলের চারজন আত্মীয়কেও নোটিস দেওয়া হয়েছে। চাওয়া হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও সম্পত্তির তথ্য।