Bangladesh News : বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, রফতানি বন্ধের হুঙ্কার শুভেন্দুর
ABP Ananda LIVE : বাংলাদেশে সন্ত্রাসবাদীদের জেলমুক্তি, সন্ন্যাসীরাই গ্রেফতার! । হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে সীমান্তের এপারে সনাতনী গর্জন। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, রফতানি বন্ধের হুঙ্কার শুভেন্দুর। 'সন্ন্যাসীর মুক্তি, বাংলাদেশে অত্যাচার বন্ধ না হলে রফতানি বন্ধ'। 'যারা ভারতের পতাকা পদদলিত করেছে, তাদের পাকিস্তানের মতো অবস্থা করব'। 'এই নতুন রাজাকার বাহিনীকে ভারত আত্মসমর্পণ করাবে'। পেট্রাপোল সীমান্তে বাংলাদেশকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর । সনাতনী সমাজ সংগঠনের ডাকে পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েত।
'অনুপ্রবেশ রুখতে করা নজর রাখছে BSF। বাড়ানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, বায়োমেট্রিক যন্ত্র', জানালেন BSF উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের IG । জ্বলছে বাংলাদেশ। লাগাতার হামলা চলছে হিন্দুদের উপর। সন্ন্যাসী মুক্তির দাবিতে আজ পেট্রাপোলে বিক্ষোভ। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক দিয়েছে সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতিও। আজ পেট্রাপোল সীমান্তে সন্ন্যাসীদের জমায়েতের ডাক সনাতনী সমাজের সংগঠন অখিল ভারতীয় সন্ত সমিতির। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন সাধু-সন্তরা।