আনন্দ লাইভ: সমর্থকদের মারলে হাত-পা গুঁড়িয়ে দেওয়ার হুমকি সুশান্ত ঘোষের
কেন্দ্রীয় বাহিনীকে (Central force) পেটাবেন তাঁরা, সভা মঞ্চে দাঁড়িয়ে মন্তব্য অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal)। তাঁর মন্তব্যের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের সিইও (CEO) দফতরে অভিযোগ জমা দিল ভোটকর্মী ঐক্যমঞ্চ (Vote Workers Unity Forum)। অনুব্রত মণ্ডলকে গৃহবন্দি করার দাবি জানিয়েছেন তাঁরা। নির্বাচন কমিশনের (Election Commission) কাছে এই বিষয়ে রিপোর্ট পাঠাচ্ছে সিইও দফতর, সূত্রের খবর। কোন ভুল কথা বলেন নি, পাল্টা দাবি অনুব্রতর। সিপিএম (CPM) সমর্থকদের মারধর করলে পাল্টা আক্রমণের হুমকি দিলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ (Susanta Ghosh)। মেরে হাত-পা ভেঙে দেওয়ার হুমকি সিপিএম নেতার। পরে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথাও বলেন তিনি। শালবনিতে (Salbani) তিনি বলেন, ‘যার ক্ষমতা হবে হাত দেওয়ার, ঘর থেকে তুলে এনে হাত-পা ভেঙে আমি চিকিৎসা করাব’। তৃণমূল-বিজেপির (TMC, BJP) প্রতি নেতার এই হুমকির ভিডিও ভাইরাল (Viral) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 'আর এসব করে লাভ নেই', মন্তব্য TMC-র। 'এই রকম করলে গ্রামবাসীদের দিয়ে পেটানো হবে', কটাক্ষ বিজেপির। রাজ্যজুড়ে ভূমিপুত্রদের প্রার্থী করার দাবিতে সরব তৃণমূল কর্মীরা। ভোটের আগে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্ম ভিটে সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ও নগর উন্নয়ন দপ্তর। ভোটের আগে রাজনীতি করতেই টাকা বরাদ্দ, কটাক্ষ বিজেপির। ভোটের মুখে দলের বুথ কমিটির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের (Rabindranath Ghosh)। এদিন নিজের বাড়িতে তৃণমূল কংগ্রেসের (TMC) দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানে তিনি বলেন, শুধুমাত্র পঞ্চায়েত ভোটের (Election) প্রার্থী নির্বাচন নিয়ে মাথা ঘামায় বুথ কমিটি, বিপদে পড়লেও সাহায্য পান না সাধারণ মানুষ।