Ananda Live: ববিতা সরকারকে সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন
ভরসন্ধ্যায় দত্তপুকুরের কাশিমপুরে গুলি, একজনের মৃত্যু। বাইকে চেপে দুষ্কৃতী হামলা, মন্মথ মণ্ডলের মৃত্যু। জমির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন নিহত, খবর স্থানীয় সূত্রে । দত্তপুকুরের খেজুরতলায় বুকে-মাথায় গুলি, ঘটনাস্থলেই মৃত্যু।
অপেক্ষা করুন, ২৬ অবধি যেতে হবে না। ২৪-এই বিসর্জন হবে। পশ্চিমবঙ্গে নিয়ে বিস্ফোরক মন্তব্য শুভেন্দু অধিকারীর। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। এ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
শুভেন্দু অধিকারীর ওপর চাপ বাড়াতে পথে নামল তৃণমূল। সিজিও কমপ্লেক্সের সামনে থেকে জেলায় জেলায় বিরোধী দলনেতাকে গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ করল রাজ্যের শাসকদল। শুভেন্দুর খাস তালুক বলে পরিচিত কাঁথিতেও হল বিক্ষোভ। পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দুও।
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা PAC’র চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিলেন মুকুল রায়। শারীরিক অসুস্থতার কথা বলে, ইস্তফার চিঠি ই-মেল করে বিধানসভার সচিবের কাছে পাঠিয়েছেন তিনি। এ নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তৃণমূলের দাবি, মুকুল বিজেপিতেই আছেন। শারীরিক অসুস্থতার কারণে ইস্তফা দিয়েছেন।
চাকরি পাওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগোলেন শিলিগুড়ির ববিতা সরকার। আদালতের নির্দেশে মামলাকারীকে সুপারিশপত্র দিল স্কুল সার্ভিস কমিশন। কয়েক দিনের মধ্যে নিয়োগপত্র পাবেন ববিতা। সুপারিশপত্র পেয়ে খুশি ববিতা জানিয়েছেন, নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগ দিলে তাঁর লড়াই শেষ হবে।