North 24 Parganas: ভাটপাড়ায় ফের বোমাবাজি, আক্রান্ত পুলিশ
ভাটপাড়ায় ফের বোমাবাজি, আক্রান্ত পুলিশ। রবিবার রাত ৯টা নাগাদ ভাটপাড়া থানার নফরচাঁদ জুটমিলে ২৯ নম্বর জুটমিলের কাছে পর পর প্রায় ১০টি বোমা ফাটানো হয়। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। দুষ্কৃতিদের আটক করে পুলিশের গাড়িতে তুলতে গেলে এলাকার বাসিন্দাদের কাছে এক পুলিশ অফিসার নিগৃহীত হন। পুলিশের থেকে ছিনিয়ে নিয়ে অভিযুক্তদের মারধরের চেষ্টা করেন স্থানীয়রা। ধাক্কাধাক্কিতে আহত হন ভাটপাড়া থানার এক এসআই। গুরুতর জখম অবস্থায় তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে র্যাফ ও বিশাল পুলিশ বাহিনী নামানো হয়েছে। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে ভাটপাড়া থানার পুলিশ।
অভিযোগ, পাল্টা অভিযোগ। এবার স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করলেন কাঞ্চন মল্লিক। চেতলা থানায় পাল্টা অভিযোগ কাঞ্চন মল্লিকের। রবিবার সন্ধেয় চেতলা থানায় স্ত্রীর বিরুদ্ধে হেনস্থা-সহ বেশ কিছু অভিযোগ এনেছেন অভিনেতা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক কাঞ্চন।
আজই চেতলায় বান্ধবীকে নিয়ে স্ত্রীকে হেনস্থার অভিযোগ সামনে আসে কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে। গাড়ি থেকে জোর করে টেনে নামানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়।
পিঙ্কি জানিয়েছেন, 'পুলিশে অভিযোগ জানাতে বাধ্য হলাম। কারণ আমি ও গোটা পরিবার আতঙ্কের মধ্যে রয়েছি। অনেকবার বলেছে দেখা করতে হবে। আমাকে ৪-৫ বার কাঞ্চন এই কথা বলেছে। শ্রীময়ী চট্টরাজের ফোন আমি ধরিনি। হোয়াটসঅ্যাপে আমাকে প্রস্তুত থাকার কথা জানিয়েছিল সে।'