এক্সপ্লোর
Awas Yojana Controversy : শুভেন্দুর সভায় আবাসের ফর্ম জমা মালদার গাজোলে ! শুরু বিতর্ক । Bangla News
আবাসে দুর্নীতির অভিযোগে তোলপাড়ের মধ্যেই শুভেন্দুর সভায় আবাসের ফর্ম জমা। মালদার গাজোলে শুভেন্দুর সভায় আবাস যোজনার ফর্ম জমা ঘিরে বিতর্ক। বিজেপির সভায় লোক হয় না, ভিড় টানতে আবাসের ফর্ম জমা, কটাক্ষ তৃণমূলের। আবাসে নাম তৃণমূলের লোকেদের, যোগ্যদের জন্য ফর্ম জমার ব্যবস্থা, পাল্টা বিজেপি। আবাসে ফর্ম জমা হবে বলেই সভায় এসেছিলাম, দাবি আবেদনকারীদের। ফর্ম সংগ্রহ করে বিডিও অফিসে দেওয়া হবে, দাবি বিজেপির। রাজনৈতিক সভায় সরকারি প্রকল্পের ফর্ম জমা নেওয়া যায় না, জানাল জেলা প্রশাসন।
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















