Bagda Bypoll Result: 'কনিষ্ঠ হিসেবে জয় নয়, মানুষের কাছে কতটা পৌঁছতে পারি, সেটাই চ্যালেঞ্জ', জিতে বার্তা মধুপর্ণার
তেরো বছর পর বাগদায় ঘাসফুল। জয়ী মধুপর্ণা ঠাকুর। বিজেপি প্রার্থীর পিছনে জয় বাংলা স্লোগান তৃণমূলের।'কনিষ্ঠ হিসেবে জয় নয়, মানুষের কাছে কতটা পৌঁছতে পারি, সেটাই চ্যালেঞ্জ', জিতে বার্তা মধুপর্ণার। ৩০ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর
এদিকে, সকাল থেকে বাগদায় কাউন্টিং সেন্টারে হাজির শান্তনু ঠাকুর। বাগদা উপনির্বাচনের কাউন্টিং সেন্টার হয়েছে হেলেঞ্চা হাইস্কুলে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলকে নিয়ে সেখানে পৌঁছে যান বনগাঁর সাংসদ ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী। কাউন্টিং সেন্টারের ২০০ মিটারের মধ্য়ে বসা যাবে না বলে শান্তনু ঠাকুরকে সরিয়ে দেন বাগদা থানার OC. গণনা কেন্দ্রে কাউন্টিং এজেন্টরা ঠিকঠাক বসতে পারছেন কি না, দেখতে এসেছি, নিয়ম মেনে ২০০ মিটার দূরে চায়ের দোকানে বসে আছি, এখান থেকেই গণনা কেন্দ্রে কী ঘটছে, তার ওপর নজর রাখছি, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের।