Bana Mahotsav: রবিবার রাজ্য় সরকারের বন বিভাগের উদ্য়োগে পালন করা হল বনমহোৎসব।
ABP Ananda live: রবিবার রাজ্য় সরকারের বন বিভাগের উদ্য়োগে পালন করা হল বনমহোৎসব। এদিন অনুষ্ঠানে সবুজায়নের বার্তা দেন রাজ্য়ের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত বসু, শোভনদেব চট্টোপাধ্য়ায়, বিমান বন্দ্য়োপাধ্য়ায়রা। বীরভূম লোকসভা জয়ের পর, সাঁইথিয়ায় প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বনগ্রাম পঞ্চায়েতের দলেরই উপপ্রধানের বিরুদ্ধে । ৬৬ বিঘা খাস জমি দখল করা ও পঞ্চায়েতের তহবিল তছরুপের । অভিযোগ তুললেন তৃণমূল পঞ্চায়েত সদস্যদের একাংশ। বিক্ষুব্ধরা চিঠি দিয়েছেন জেলাশাসক ও সাঁইথিয়ার BDO-কে। তাঁদের অভিযোগ, ৬৬ বিধা সরকারি জমি একা দখল করে চাষ করছেন তৃণমূল উপপ্রধান। দলের নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগ মানছেন । তৃণমূলের অঞ্চল সভাপতিও। যদিও দলের একাংশের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল উপপ্রধান। এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি।