Barasat News: বারাসাত আদালতে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ । আক্রান্ত বারাসাত থানার ASI | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বারাসাত আদালতে আইনজীবীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ । আক্রান্ত বারাসাত থানার ASI । পুলিশের তরফে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে । ৩আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের । গত পরশু এক আইনজীবীকে মারধরের অভিযোগে ৩ জনকে গ্রেফতার করে পুলিশ । গতকাল বিকেলে তাঁদের আদালতে পেশ করার পর ধৃতদের পুলিশি হেফাজতের নির্দেশ হয়আদালত থেকে ধৃতদের বের করার সময়ে শুরু হয় উত্তেজনা । পুলিশের সঙ্গে আইনজীবীদের ধস্তাধস্তিতে মাথা ফাটে ASI-এর । আহত ASI-কে ভর্তি করা হয়েছে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে
আরও খবর...
ফের দুর্যোগের ভ্রুকুটি, বেলা গড়াতেই কলকাতার একাংশে ফের শুরু বৃষ্টি। নিম্নচাপের প্রভাব এখনও কাটেনি, তার জেরেই বৃষ্টিপাত। কাল নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার কথা। কাল থেকে ফের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী শনিবার থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে কলকাতাতে।
চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আর জি কর মেডিক্যালেই, রায় কলকাতা হাইকোর্টের। অবিলম্বে পোস্টিং দিতে হবে আর জি করে, নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। পোস্টিং বিতর্কে অনিকেত মাহাতোকে নিয়ে রাজ্যের সিদ্ধান্ত খারিজ করলেন বিচারপতি।



















