Arjun Singh: 'সিসিটিভি দিয়ে কী হবে? পুলিশের সামনেই তো গুলি চালাচ্ছে', বললেন অর্জুন সিংহ
ABP Ananda LIVE: 'আমি ঘুমোচ্ছিলাম, নীচ থেকে চিৎকারের আওয়াজে নীচে দেখছি বোম, পাথর, ইট চালাচ্ছে আর ওঁর পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে আর তার পাশে আমার সিকিউরিটি দাঁড়িয়ে আছে। পুলিশের সামনেই এই পুরো ঘটনাটা ঘটছে। ২০-২৫টা বোম চলেছে, ১৫-২০টা গুলিও চলেছে। সিসিটিভি দিয়ে কী হবে? পুলিশের সামনেই তো গুলি চালাচ্ছে', বললেন অর্জুন সিংহ।
মেয়ের ইচ্ছাতেই বাড়িতে শুরু হয়েছিল দুর্গা আরাধনা। কিন্তু, আজ দেবীপক্ষের শুরু হয়ে গেলেও, চোখের জল বাঁধ মানছে না আর জি করের নিহত চিকিৎসকের মা-বাবার। 'আমার সব শেষ হয়ে গেছে, কিছু আর নেই আমাদের লাইফে, যত কিছু করেছিলাম সব গঙ্গায় ভেসে গেছে আমার, দুর্গা আসার আগেই বিসর্জন হয়ে গেছে।' নির্যাতিতা চিকিৎসকের মা জানালেন, ২ বছর আগে বাড়ির গ্যারাজে পুজো শুরু করেছিলে চিকিৎসক কন্যা। আগা বাড়ির দুর্গা মূর্তিতে অষ্টমীতে ভোগ দিতেন মা। মেয়ে এমডি পাওয়ার পর ইচ্ছেপ্রকাশ করে ঘরোয়াভাবে দুর্গাপুজো করবে। বন্ধু আত্মীয় সবাই মিলে চারটে দিন। ২টো বছর পুজো করতে পেরেছিলেন। এবছরও পুজোর প্রস্তুতি ছিল পুরো পরিপাটি করে। কেনা ছিল মা দুর্গার শাড়ি। ঢাকির বুকিংটাও করা ছিল। আয়োজন সম্পূর্ণ থাকলেও এ বছর পুজোটা আর হল না। বোধনের মাস দুই আগেই সেই বাড়ির উমা চিরবিদায় নিলেন। নিহত চিকিৎসকের মা ডুকরে উঠে জানালেন, প্রতি বছর মহালয়ার দিন প্রদীপ জ্বালাতেন । তারপর ৯ দিন ধরে নিরামিষ ভোজন। একেবারে দশমীতে গিয়ে নিয়মভঙ্গ। আত্মীয়দের হইহল্লায় ঘর সরগরম থাকত। এবার শুধু নীরবতা, নিঃসঙ্গতা।