Fake Voters: বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বুথে ২৬ জন ভূতুড়ে ভোটার! Bashirhat
ABP Ananda LIVE : বসিরহাট পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের একটি বুথে ২৬ জন ভূতুড়ে ভোটার! অভিযোগ, এই ভোটারদের সকলেই মৃত, কিন্তু সবার নাম জ্বলজ্বল করছে ভোটার তালিকায়।বুথের মোট ভোটার সংখ্যা মাত্র ৯৮৪, তাদের মধ্যেই এত ভূতুড়ে ভোটার! নিয়মমাফিক মৃত্যুর শংসাপত্র জমা দেওয়া হয়েছে, দাবি মৃত ভোটারদের পরিবারের।তারপরও কী করে এত মৃত ভোটারের নাম তালিকায়? উঠছে প্রশ্ন। বিষয়টি স্বীকার করে নিয়েছেন উপ পুরপ্রধান। নির্বাচন কমিশনকে বিষয়টি তিনি অবহিত করবেন বলে জানিয়েছেন বসিরহাট পুরসভার উপ পুরপ্রধান।
আরও খবর...
DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার বিজেপির মণ্ডল সম্পাদক
RG কর-কাণ্ডের এক বছরে নবান্ন অভিযানে ধুন্ধুমার, নিউ মার্কেট থানার হাতে প্রথম গ্রেফতার। DC SSD বিদিশা কলিতার গার্ডকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় গ্রেফতার । ধৃত চন্দন গুপ্ত ভাটপাড়া ২ ব্লকের বিজেপির মণ্ডল সম্পাদক। ধৃত ব্যক্তি উত্তর ২৪ পরগনার জগদ্দলের বাসিন্দা। গতকাল বেন্টিঙ্ক স্ট্রিট ও বউবাজারের সংযোগস্থল থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

















