Sukanta Majumdar: বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা । দুবার বাধার মুখে সুকান্ত মজুমদার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা। ভবানীপুরে সুকান্তকে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিধানসভা থেকে রেড রোড পর্যন্ত পদযাত্রা শুভেন্দুদের। 'পশ্চিমবঙ্গ দিবস' পালনে উত্তেজনা
আরও খবর....
কেলগ কাণ্ডের আঁচ ভবানীপুরে, চিকিৎসকের বাড়িতে সুকান্তর যাওয়া ঘিরে ধুন্ধুমার । তুলকালামের পর সুকান্ত ও চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায়কে আটক । আটক করে ২ জনকে নিয়ে যাওয়া হল লালবাজারে । সুকান্তকে নিয়ে যাওয়ার সময় গাড়ির সামনে দাঁড়িয়ে আটকানোর চেষ্টা । বিজেপি কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে সুকান্তদের নিয়ে গেল পুলিশ । হরিশ মুখার্জি রোডে চিকিৎসকের বাড়ি, ভবানীপুরেই সুকান্তকে আটকে দেয় পুলিশ । চিকিৎসকের বাড়িতে যেতে না দেওয়ায় চিকিৎসকই চলে আসেন সুকান্তর কাছে । পুলিশ জানায় চিকিৎসক বাড়িতে নেই, যাওয়া যাবে না, দাবি সুকান্তর । চিকিৎসক বাড়িতেই রয়েছেন, এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন, পাল্টা দাবি বিজেপির । সুকান্ত মজুমদারকে সব কিছু জানাবেন বলে অপেক্ষা করছেন, ভিডিও দিয়ে দাবি বিজেপির । দীর্ঘক্ষণ টানাপোড়েনের পর চিকিসকই হেঁটে চলে যান সুকান্তর কাছ
চাকরিহারা গ্রুপ-C, গ্রুপ-D কর্মীদের ভাতা, হাইকোর্টে ধাক্কা রাজ্যের 'কাজ না করে সরকারি কোষাগার থেকে টাকা পাওয়ার অধিকার কারও নেই' । 'কাজ না করেই সরকারি টাকা, অধিকার নেই, মৌলিক অধিকারও দূর অস্ত'
গ্রুপ-C, গ্রুপ-D কর্মীদের ভাতায় স্থগিতাদেশ দিয়ে জানিয়ে দিল হাইকোর্ট । 'এই ধরনের বিতর্কিত প্রকল্পের মাধ্যমে আদালতের নির্দেশ অমান্য' । 'সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে বলে মনে হচ্ছে'
ভাতা মামলায় স্থগিতাদেশ

















