এক্সপ্লোর
Birbhum Elephant: পাড়ুইয়ে দলছুট দাঁতালদের তাণ্ডব, তাড়ানোর চেষ্টা বনকর্মীদের।Bangla News
বীরভূমের পাড়ুইয়ে হাতির তাণ্ডব। বন দফতর সূত্রে খবর, ২টি দলছুট দাঁতাল হাতি কোনওভাবে চলে এসেছে পাড়ুইয়ে। চাষের ক্ষেত তছনছ করছে তারা। হাতি তাড়ানোর প্রস্তুতি নিচ্ছেন বন দফতরের কর্মীরা। সূত্রের খবর, হাতি দুটিকে তাড়িয়ে বাঁকুড়ার জঙ্গলে নিয়ে যাওয়া হবে। এর জন্য বাঁকুড়া থেকে নিয়ে আসা হয়েছে হুলিয়া টিম।
আরও দেখুন






















