Birbhum News: TMC-র উপপ্রধানের বিরুদ্ধেই জমি দখলের অভিযোগ, সাঁইথিয়ায় তৃণমূলের দ্বন্দ্ব প্রকাশ্যে
Birbhum Sainthia TMC Land Tussle: সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতে দলেরই উপপ্রধানের বিরুদ্ধে ৬৬ বিঘা খাস জমি দখল ও পঞ্চায়েতের তহবিল তছরুপের অভিযোগ তুলল পঞ্চায়েত সদস্যদের একাংশ। বীরভূমে ফের প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব। অভিযোগ অস্বীকার করেছেন উপপ্রধান। জমি মাফিয়া নিয়ে নবান্নের বৈঠক থেকে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সরকারি জমি দখল আটকাতে ৪ সদস্যের কমিটি গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেও খোদ তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে উঠল ৬৬ বিঘা খাস জমি দখলের অভিযোগ। জেলাশাসক ও বিডিওকে চিঠি দিয়ে অভিযোগ করল পঞ্চায়েত সদস্যদের একাংশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ার বনগ্রাম পঞ্চায়েতে। উপপ্রধানের বিরুদ্ধে সরব দলের বিরোধী গোষ্ঠী, সাঁইথিয়ায় প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। তৃণমূলের দখলে থাকা বনগ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১৩। তাঁদের মধ্যে ৯ সদস্যের স্বাক্ষরিত অভিযোগপত্ৰে দাবি করা হয়েছে, কুনলা মৌজাতে প্রায় ১০ বছর ধরে ৬৬ বিঘা খাস জমি দখল করে চাষবাস করছেন উপপ্রধান তুষারকান্তি মণ্ডল। পাশাপাশি, তছরুপ করেছেন পঞ্চায়েতের তহবিল। হিসেব মেলাতে ব্যবহার করা হচ্ছে ভুয়ো ভাউচার। বিনা টেন্ডারে ইচ্ছেমতো জিনিসপত্র কিনছেন। সরকারি জমি কেন দখলমুক্ত করা হবে না, এই নিয়ে সরব হয়ে সাঁইথিয়ার বিডিও ও জেলাশাসকের কাছে অভিযোগ জানিয়েছেন ৯ জন পঞ্চায়েত সদস্য। ABP Ananda LIVE