এক্সপ্লোর
Saithia Bomb Blast: সাঁইথিয়ায় ফের বোমার খোঁজে তল্লাশি চালাল পুলিশ
সাঁইথিয়ায় ফের বোমার খোঁজে তল্লাশি চালাল পুলিশ। সোমবার সাঁইথিয়ার বহড়াপুরে বিস্ফোরণে হাত-পা উড়ে যায় এক ব্যক্তির। স্প্লিন্টারে মারাত্মক জখম হয় ১৪ বছরের এক কিশোর। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ৪০ টি বোমা। এবার ফের বোমার খোঁজে চলল অভিযান।
আরও দেখুন






















