এক্সপ্লোর
Siuri: সিউড়িতে স্কুলের মধ্যেই হাতাহাতি, মারধরে নাক ফাটল শিক্ষাকর্মীর, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। Bangla News
কৃষ্ণনগরের পর এবার সিউড়ি, স্কুলের মধ্যেই হাতাহাতি! মারধরে নাক ফাটল শিক্ষাকর্মীর, গ্রেফতার অভিযুক্ত শিক্ষক। 'স্কুলে আসতে দেরি শিক্ষকের, হাজিরা খাতায় নাম সইয়ে বাধা। বাধা দিলে প্রধান শিক্ষকের দিকে মারমুখী ভূগোলের শিক্ষক। প্রধান শিক্ষককে বাঁচাতে গেলে শিক্ষাকর্মীকে মার।' সিউড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের স্কুল কর্তৃপক্ষের। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করল পুলিশ। সিউড়ি হাসপাতালে ভর্তি আহত শিক্ষাকর্মী। 'স্কুলে মিড ডে মিল নিয়ে দুর্নীতি, সরব হওয়ায় ফাঁসানো হয়েছে',পাল্টা অভিযোগ ধৃত শিক্ষকের।
আরও দেখুন






















