Tmc News : উত্তপ্ত হল সিউড়ির ভ্রমরকল গ্রাম, আহত ৪ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিসর্জনের সময় বক্স বাজানোকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ । উত্তপ্ত হল সিউড়ির ভ্রমরকল গ্রাম, আহত ৪ । আক্রান্তদের অভিযোগ, তাঁরা তৃণমূল নেতা বকুল শেখের সমর্থক । মারধরের অভিযোগ সিউড়ি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নুরুল ইসলামের অনুগামীদের বিরুদ্ধে গতকাল রাতে বিসর্জনের শোভাযাত্রায় বক্স বাজানো ঘিরে গন্ডগোল শুরু হয় ব্লক সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি, সংঘর্ষ থামাতে রাতে গ্রামে যায় পুলিশ
আরও খবর...
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, ভাল অভিনেতা । খুবই ভাল অভিনেতা। কিন্তু, সুপারস্টার বলার জায়গায় তিনি অন্তত নেই। সুপারস্টার কখনও অন্যের অধীনে দল করবেন না। কুণাল সিনেমা নিয়ে ওর মতামত জানাচ্ছেন। একটা পয়েন্ট কুণালের ঠিকই যে, ডেমোক্রেসিতে, আমার কাছে রাজনীতি করাও মানে যে জনসেবা, বিজেপির ব্যপারে সম্পূর্ণ চুপ থাকা গুরুত্বপূর্ণ ইস্যুতে, এবং যখন সিনেমা করব, তখন বিজেপির লোকদের নিয়েই সিনেমা করব, সেটা কুণালের খারাপ লাগছে। কারণ কুণাল পলিটিক্যালি ভ্যোকাল। কুণাল যাদের বিরুদ্ধে কথা বলছে, যে দলের বিরুদ্ধে কথা বলছে, শিল্পের দোহাই নিয়ে, আমি তাঁদের নিচ্ছি, সেই দলের লোকেদের, এবং তৃণমূলের কাউকে নিচ্ছি না। সেটা কুণালের খারাপ লেগেছে, কুণাল বলেছে।আমি তাও মনে করি, এগুলি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার। সিনেমাকে কেন্দ্র করে এই ধরণের বাকবিতণ্ডা না হওয়াই বাঞ্চনীয়।'


















