![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Visva Bharati University : পড়ুয়াদের ঘেরাওয়ের মধ্যেই ইস্তফা বিশ্বভারতীর রেজিস্ট্রারের। Bangla News
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নাটকীয় পট পরিবর্তন। পড়ুয়াদের ঘেরাওয়ের মধ্যেই ইস্তফা দিলেন বিশ্বভারতীর রেজিস্ট্রার আশিস আগরওয়াল। গতকাল বিকেল চারটেয় বাংলাদশ ভবনে বৈঠক করতে এসে রেজিস্ট্রার ও অধ্যাপকরা পড়ুয়াদের ঘেরাওয়ের মুখে পড়েন। আজ সকাল থেকেও ঘেরাও চলে। মাঝরাতে পুলিশ রেজিস্ট্রার ও অধ্যাপকদের ঘেরাওমুক্ত করতে এলে পড়ুয়ারা শুয়ে পড়ে প্রতিবাদ জানান। সূত্রের দাবি, পড়ুয়াদের স্লোগান ও বিক্ষোভের মুখে পুলিশ পিছু হটে। যদিও পড়ুয়াদের দাবি, তাঁরা কাউকে ঘেরাও করেননি। গেটের সামনে শুয়ে রয়েছেন। প্রসঙ্গত, হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে বিশ্বভারতীর পড়ুয়াদের আন্দোলন এই নিয়ে ১৬ দিনে পড়ল। গতকাল থেকে ২ পড়ুয়া এই দাবিতে অনশনে বসেছেন। এর আগে, সকালে রেজিস্ট্রার দাবি করেছিলেন, তাঁদের বেরোতে দেওয়া হচ্ছে না। আজ বেলা ১২টা নাগাদ বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ জানান, রেজিস্ট্রার পদত্যাগ করেছেন। তবে কী কারণে পদত্যাগ, তা রেজিস্ট্রার জানাননি।
![TMC News: পার্টি অফিসের দখল ঘিরে শান্তিনিকেতনে শাসকদলের গোষ্ঠীকোন্দল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/21/14a4e2b23412b355d76e555824c11d861732188318789967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)