Ramnavami: একজোট হয়ে রবিবার হিন্দুদের রামনবমী পালনের ডাক বিজেপির
ABP Ananda Live: একজোট হয়ে রবিবার হিন্দুদের রামনবমী পালনের ডাক বিজেপির। হোর্ডিংয়ে ছয়লাপ কলকাতা। নদিয়ায় যজ্ঞে শুভেন্দু। পাল্টা পথে নামছে তৃণমূল নেতারাও।
NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের
ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের কাছে NTPC-র রেললাইনে দুটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ২ জনের। জখম হয়েছেন ৪ জন। গতকাল রাত ৩টে নাগাদ দুর্ঘটনা ঘটে। পূর্ব রেল সূত্রে খবর, লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে দ্রুত গতিতে এসে আরেকটি মালগাড়ি ধাক্কা মারে। সাহেবগঞ্জের কাছে ফারাক্কা-লালমাটিয়া MGR লাইনে দুর্ঘটনা ঘটে। দুটি মালগাড়ির ইঞ্জিনই খেলনার মতো টুকরো টুকরো হয়ে এধার-ওধার ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে ইঞ্জিন ও কয়লা বোঝাই বগিতে আগুন ধরে যায়। দমকল গিয়ে আগুন নেভায়। এর জেরে ওই রুটে মালগাড়ি চলাচল ব্যাহত হয়।রেলের মালদা ডিভিশনের সহযোগিতা চায় NTPC. এরপরই রেলের তরফে ক্রেন পাঠানো হয়।


















