Malda: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মালদার মানিকচকের পঞ্চায়েতের বিজেপি প্রধান | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার মালদার মানিকচকের পঞ্চায়েতের বিজেপি প্রধান। এলাকায় চাঞ্চল্য।গ্রেফতার প্রধান-সহ ৬। উদ্ধার সেভেন এমএম পিস্তল, ৮ রাউন্ড কার্তুজ, দুটি ম্যাগাজিন। অস্ত্র-সহ গ্রেফতার বিজেপি প্রধান
বিহারের পর এবার এ রাজ্যের জেল থেকে হুমকি ফোন পেলেন অজয় মণ্ডল। ব্যারাকপুরের দাবি, বুধবার দমদম সেন্ট্রাল জেল থেকে কুখ্যাত দুষ্কৃতী অনীশ ঠাকুর তাঁকে ফোন করে আদালতে এসে দেখা করতে বলে। নিজেকে মণীশ শুক্লা খুনে অভিযুক্ত বলে পরিচয় দেয় বলে দাবি ব্যবসায়ীর। হুমকি ফোনের কথা পুলিশকে জানিয়েছেন অজয় মণ্ডল। এই ঘটনায় তিনি আতঙ্কিত।
শহরজুড়ে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান ট্রাফিক পুলিশের। পোস্তায় বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে মাইকে ঘোষণার পর চাকায় ক্ল্যাম্প লাগানো হচ্ছে। প্রয়োজনে রেকারে করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি। একইভাবে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে পুলিশি অভিযান চলছে পার্ক সার্কাসে।