Agnimitra Paul: '২৬-এর পর সরকারে এলে দশ টাকায় আলু দেব', মূল্যবৃদ্ধি নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা।
Market Price Hike: '২৬-এর পর সরকারে এলে দশ টাকায় আলু দেব', মূল্যবৃদ্ধি নিয়ে বিস্ফোরক অগ্নিমিত্রা। 'নাটকবাজির সরকার আমরা চালাবো না, নাটক হচ্ছে, দাম কমাতে হবে। মুখ্যমন্ত্রী কিচ্ছু করতে পারবেন না। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপি ওয়াকআউট করল বিধাসভা থেকে। মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিজেপির আনা মুলতুবি প্রস্তাব গৃহীত বিধানসভায় । মূল্যবৃদ্ধির জন্য দায়ী কেন্দ্র, দাবি শাসক বিধায়কদের । এত দাম খাব কী, স্লোগান দিয়ে ওয়াক আউট বিজেপি বিধায়কদের । পাল্টা বিজেপির বিরুদ্দে স্লোগান তৃণমূল বিধায়কদের। তাঁর বিরুদ্ধে অভিযান চালাতে ছক কষছে ED, সোশাল মিডিয়ায় চাঞ্চল্যকর পোস্ট রাহুল গান্ধীর। ২৯ জুলাই সংসদে চক্রব্যূহ সংক্রান্ত বক্তব্যের পরেই এই পরিকল্পনা করা হয়েছে, দাবি রাহুলের । ED-র ভিতরের লোকেরাই এই খবর তাঁকে দিয়েছে, সোশাল মিডিয়ায় পোস্ট কংগ্রেস সাংসদের । অভিযানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, চা-বিস্কুট থাকবে তাঁর তরফ থেকে, মন্তব্য রাহুলের।