Suvendu Adhikari: 'বিধানসভার নিরাপত্তারক্ষীদের দিয়ে গুন্ডামি করা হল আজ', বললেন বিরোধী দলনেতা
ABP Ananda Live: বিধানসভার বিশেষ অধিবেশনের শেষ দিনে তুলকালাম পরিস্থিতি। গোটা অধিবেশন জুড়ে চলল 'চোর স্লোগান'। শুধু তাই নয়, একদিনে সাসপেন্ড হলেন ৫ জন বিজেপি বিধায়ক। শুভেন্দু অধিকারীকে ধরলে, ৪ দিনের অধিবেশনে সাসপেন্ড হলেন ৬ জন বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়কদের বেঞ্চ থেকে 'চাকরিচোর', 'জেনে গেছে জনতা, আসল চোর মমতা' - এমন নানাবিধ স্লোগান উঠতে থাকে। সাসপেন্ড শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা, বঙ্কিম ঘোষ। শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বাইরে বার করার চেষ্টা ৭-৮ জন মার্শালের। ধস্তাধস্তিতে অসুস্থ শিলিগুড়ির বিজেপি বিধায়ক, অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হল হাসপাতালে। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বাইরে বার করার নির্দেশ অধ্যক্ষের।
বিধানসভায় বেনজির সংঘাত! 'বিজেপিকে শূন্য করে দেব, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে', হুঁশিয়ারি মমতার
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এমন একদিন আসবে, বিজেপির একজনও জিততে পারবে না। বাঙালির উপর অত্যাচার করে সব ক'টা হারবে। বাংলার উপর ভাষা সন্ত্রাস করে বাংলায় জেতা যায় না।বাংলা-বাঙালিদের কণ্ঠরোধ করা যাবে না। এরা বাংলা জানে না, বাংলার আন্দোলন জানে না। বিজেপি স্বৈরাচারীর দল, চোরেদের দল। বাংলা ভাষাকে অসম্মান করতে দেব না। চোরেদের জমিদার, লুঠেদের দল বিজেপি। বাঙালিদের আওয়াজ বন্ধ করতে চায় বিজেপি'।
বাঙালি অস্মিতাকে সামনে রেখেই হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, 'এরা বাংলা বিরোধী, বাংলা ভাষার ওপর অত্যাচার করে। বিজেপি দেশের লজ্জা। বাংলার ওপর অত্যাচার করলে সব কটা হারবে। এরা গদি চোর, ভোট চোর। বিধানসভায় কাগজ ছুড়ছেন এটা অনৈতিক। বাঙালিদের ওপর অত্যাচারের দল বিজেপি। আর নেই দরকার মোদি সরকার।

















