BJP: তৃণমূলকে ভোট দেওয়ায় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের সার্টিফিকেট পেলেন না ক্যান্সার আক্রান্ত? ফেরাল বিজেপি! | ABP Ananda LIVE
তৃণমূলের পর এবার ভোট না দেওয়ায় 'আমরা-ওরা' বিতর্কে বিজেপি। তৃণমূলকে ভোট দেওয়ায় ক্যান্সার আক্রান্তকে ফেরাল বিজেপি? প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের জন্য সাংসদ সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ। 'সাংসদ সার্টিফিকেট না দিয়ে ফিরিয়ে দেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর আপ্ত সহায়ক', বিজেপিকে ভোট না দেওয়ায় খণ্ডঘোষের ক্যান্সার আক্রান্তকে ফেরানোর অভিযোগ। সাহায্য চেয়ে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদের দ্বারস্থ ক্যান্সার আক্রান্ত। 'বিজেপি যে সবকা সাথ সবকা বিকাশে বিশ্বাস করে না, এটাই তার প্রমাণ', আক্রমণে বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। 'আমার কাছে আসেননি, কার কাছে আবেদন করেছিলেন চিনি না', দাবি সৌমিত্র খাঁর। 'কাল সকালে অফিসে থাকব, আসলেই সার্টিফিকেট পাবেন', বললেন সৌমিত্র খাঁ।
এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।



















