BJP News: মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করছেন, এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই : অভিজিৎ গঙ্গোপাধ্যায়
ABP Ananda LIVE : ভিন রাজ্য়ে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ, ২১-এর মঞ্চ থেকে বিজেপি শাসিত রাজ্য়গুলোকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। আর এবার তৃণমূলের একুশের সমাবেশ নিয়ে পাল্টা তোপ দাগলেন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
'মমতা হাইজ্যাক করে একুশে জুলাই করছেন, এর সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই'
এদিন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করে একুশে জুলাই করেছেন। একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সম্পর্ক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেমন সব বিষয়েই মিথ্যাচার করেন, এব্যাপারেও সেরকম একটা মিথ্যাচার চালিয়ে যাচ্ছেন। আমরা যারা রাজনৈতিক খবরাখবর রাখি বহু দিন ধরে, আমরা এটাকে কোনও গুরুত্ব দিই না। ডেকে এনে, লোকজন ভাড়া করে এনে, বাস এনে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, যদি লোকজন আসে, তাতে কী আছে.... এবারে তো আমরা ক্ষমতায় আসব বলেই মনে করি। ' এদিন এর পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ওতো কিছু জানেই না। ও তো ছিল সিপিএম এর লোক। ওতো কার্ল মার্কসের ছবি ঝুলিয়ে ঘুরে বেড়াতো। আমরা তখন যুব কংগ্রেস করতাম। মমতা বন্দ্যোপাধ্যায় মার খেয়েছিলেন....অভিজিৎ আবার.. রাজনীতির কিছু বোঝে নাকি ?'


















