BJP News: কাঁকুড়গাছির ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ! কী জানালেন বিজেপির কর্মীর ভাই?
ABP Ananda LIVE : বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।
২১ জুলাই ধর্মতলায় তৃণমূলের সমাবেশ, প্রস্তুতি তুঙ্গে। ২১ জুলাই যানজট নিয়ে হাইকোর্ট প্রশ্নের পর পথে পুলিশ। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিদর্শনে CP। গড়িয়া থেকে ঠাকুরপুকুর, বিভিন্ন এলাকার ট্রাফিক গার্ডের সঙ্গে কথা CP-র। জেলা থেকে কলকাতার পথে তৃণমূল কর্মী-সমর্থকরা।


















