BJP News: শুভেন্দুর 'স্লোগান' মন্তব্য বিতর্কে রাজ্য় সভাপতির পাশে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্য়ায়
ABP Ananda LIVE: 'সবকা সাথ, সবকা বিকাশ', আর বলব না। বলব, যো হামারি সাথ, হাম উনকা সাথ। সংখ্যালঘু মোর্চারও প্রয়োজন নেই।' দলীয় বৈঠকে, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য় ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে। সরাসরি তাঁর বক্তব্য়কে সমর্থন জানিয়েছেন, তথাগত রায়। যদিও, শুভেন্দু অধিকারীর (suvendu adhikari)তত্ত্ব খারিজ করে সুকান্ত মজুমদার (sukanta majumdar)জানিয়েছেন, উনি ডেলিগেট, পার্টি তার নিজের লাইনেই চলবে। এই ইস্য়ুতে রাজ্য় সভাপতির পাশে দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্য়ায় (Locket Chatterjee)।
সাদ্দামের বিরুদ্ধে সন্ত্রাস, হিংসা ছড়ানোর ধারা-সহ একাধিক অভিযোগে এফআইআর। জামিন চেয়ে 'প্রতারক' সাদ্দামকে সমাজসেবী বলে সওয়াল আইনজীবীর। থানায় নিয়মিত যাতায়াত ছিল পুলিশে হামলায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের? 'থানায় নিয়মিত যেত সাদ্দাম, সিসি ফুটেজ দেখলেই প্রমাণ মিলবে'। সাদ্দামের জামিনের সওয়াল করে কোর্টে বিস্ফোরক দাবি আইনজীবীর। ১৫বছর ধরে প্রতারণার জাল, যোগাযোগ ছিল সাদ্দাম-পুলিশের? বাড়িতে সুড়ঙ্গ, পুলিশের উপর হামলায় অভিযুক্তেরই পুলিশি-ঘনিষ্ঠতা?আদালতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠতার দাবি সাদ্দামেরই আইনজীবীর! মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় জখম হয়েছেন ২ জন। মালদার মানিকচকে রাস্তা অবরোধের জেরে উত্তেজনা। বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ। পুলিশকর্মীদের আটকে রেখে মারধরের অভিযোগ। আক্রান্ত আইসি-সহ কয়েকজন পুলিশকর্মী।