Suvendu On SLST : 'যোগ্যদের চাকরি বাতিল হলে নবান্ন ঘিরে বসে থাকব', হুঁশিয়ারি শুভেন্দুর
ABP Ananda Live: 'যদি যোগ্যদের চাকরি বাতিল হয়, ওরা যে ধরনের আন্দোলন হবে, যত ধরনের আন্দোলন করবে সেই আন্দোলনে যদি তাঁরা আমাদেরকে ডাকেন পতাকা নিয়ে পাতাকা ছাড়া যে কোনও শর্তে আমরা ভারতীয় জনতা পার্টি অন্তত নির্বাচিত প্রতিনিধিরা সর্বাত্রকভাবে উপস্থিত থাকব। লাগাতার থাকতে বললেও সঙ্গে থাকব। সাপোর্ট দেওয়ার জন্য বক্তৃতা করতে বললেও করব। সঙ্গে অবস্থা, ধর্না ঘেরাও করতে বললেও করব'। বললেন শুভেন্দু।
Mahakumbh 2025: মহাকুম্ভের পথে রওনা, মাঝে বাস দাঁড়াতেই রাস্তা পার পুরুলিয়ার ৩ বাসিন্দার, আচমকা উল্টোদিকের আসা গাড়িতে সব শেষ !
ফের এল মর্মান্তিক খবর। ইতিমধ্যেই কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে একের পর এক মৃত্যুর খবর এসেছে। আর এবার কুম্ভমেলা যাওয়ার পথে দুর্ঘটনায় পুরুলিয়া টামনা থানার গোপলাডি গ্রামের তিন জনের মৃত্যু ! রবিবার ৯ তারিখে এই গ্রাম থেকে ১৩জন গ্রামবাসী টুরিষ্ট বাসে করে কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দেয়।আজ ভোরবেলায় প্রয়াগরাজে কাছে ভগবতী ফিলিং ষ্টেশনের কাছে দুর্ঘটনা ঘটে। জানা যায়, ওই খানে বাসটি পেট্রল নিতে দাড়ায়। সেই সময় কয়েকজন যাত্রী বাথরুম যায় রাস্তা পার হয়ে সেই সময় অপরদিক থেকে আসা একটি গাড়ি তাঁদেরকে ধাক্কা মারে তারপরি এই গোপলাডি গ্রামের একি পরিবারের দুজন ও আরেকটি পরিবারের একজন মারা যায়। গ্রামে নেমেছে শোকের ছায়া।



















