Dilip Ghosh: রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে কী জানালেন দিলীপ?
ABP Ananda Live: বিয়ের পরেই দিনই নিউটাউনের ইকো পার্কে জন্মদিন পালন হল দিলীপ ঘোষের। কাটলেন কেক। ছিল এলাহি আয়োজন। পায়েস, কেক, মিষ্টি বিলি করা হল। দিলীপ ঘোষকে নতুন জীবনের শুভেচ্ছা জানালেন ইকো পার্কের প্রাতর্ভ্রমণকারীরা। চেনা মেজাজেই দেখা গেল বিজেপি নেতাকে।
দিলীপের বিয়ের পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন অনেকে। সামনেই বিধানসভা ভোট। ২০২৬ এর আগে কি ফের পুরনো ফর্মে পাওয়া যাবে দিলীপকে? প্রশ্ন অনেকের। দিলীপ অবশ্য স্পষ্ট করেদিলেন, সঙ্ঘজীবন থেকে রাজনীতিতে দায়িত্ব নেওয়া, সবকিছুই করে গিয়েছেন হাইকমান্ডের নির্দেশ মেনে। আগামীতেও তাই করবেন।
দিলীপ ঘোষের জীবনে আরেক নতুন অধ্য়ায়। বিজেপি নেত্রী রিঙ্কু মজুমদারের হাত ধরে নিলেন সারা জীবন সঙ্গে থাকার শপথ। শুধু পলিটিশিয়ান না প্রেমিক হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন। নতুন জীবনে পা রাখার পরদিনই আবার তাঁর জন্মের তিথি। তাই ইকোপার্কে মর্নিং ওয়াকারদের সঙ্গে তাঁর আজ সেলিব্রেশন। আয়োজক অবশ্য অনুগামীরাই। খাবার দাবারের ছড়াছড়ি। দিলীপ ঘোষকে নিয়ে সেলিব্রেশনে মাতলের তিনি। এই সেই ইকো পার্ক , যেখানে প্রথম সহধর্মিনীর সঙ্গে পরিচিত হয়েছিলেন তিনি। দিলীপের প্রেম থেকে পরিণয়, জুড়ে রয়েছে ইকো পার্ক। তাই জন্ম দিবসেও তিনি এলেন এখানেই। বিয়ের পর দিনই ফের স্বমেজাজেই পাওয়া গেল দিলীপ ঘোষকে।



















