Cooch Behar News: পঞ্চায়েত অফিসে তালা, প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপি পঞ্চায়েত প্রধান
ABP Ananda Live: পঞ্চায়েত অফিসে তালা, প্রতিবাদে ধর্নায় বসলেন বিজেপি পঞ্চায়েত প্রধান। কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের রুইডাঙা গ্রাম পঞ্চায়েতের ঘটনা। এদিন ধর্নাস্থলে তৃণমূল কর্মীরা হাজির হলে উত্তেজনা ছড়ায়। ২ দিনের মধ্যে পঞ্চায়েত অফিসে তালা খুলে দেওয়ার আশ্বাস পেয়ে ধর্না তুলে নেন বিজেপি প্রধান তৃণমূলের দাবি, ঘটনায় রাজনৈতিক যোগ নেই। দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরাই পঞ্চায়েতে তালা লাগিয়ে দেন, দাবি শাসক দলের।
অন্য়দিকে, ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। মৃতের নাম রবীন্দ্রনাথ মণ্ডল, তিনি ক্যানিংয়ে তৃণমূলের ২১৮ নম্বর বুথের সম্পাদক। নিহত নেতার পরিবারের দাবি, গতকাল সকালে বন্ধুদের ডাকে বাড়ি বেরিয়েছিলেন তৃণমূল নেতা। রাতে খবর আসে, বাড়ি থেকে ১০০ মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছেন। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয়। 'প্রতিবেশী পাপ্পু মণ্ডলের কাছ টাকা ধার নিয়েছিলেন রবীন্দ্রনাথ মণ্ডল'। সেই কারণেই গতকাল তাঁকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয়, অভিযোগ মৃতের পরিবারের। খুনের কারণ খতিয়ে দেখছে জীবনতলা থানার পুলিশ।