Bagda: বাগদা উপনির্বাচনে অব্যাহত বিজেপির প্রার্থী অসন্তোষ | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বাগদা উপনির্বাচনে অব্যাহত বিজেপির প্রার্থী অসন্তোষ। এবার দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে লড়ার ঘোষণা বিখুব্ধদের। দল মান্যতা দিচ্ছে না, প্রতিক্রিয়া জেলা নেতৃত্বের। বিজেপিতে প্রার্থী-অসন্তোষ
বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরেই তীব্র কোন্দল। নাম ঘোষণার আগেই শুরু হয়েছিল জল ঘোলা। আর এবার তো দলের প্রার্থীকে বহিরাগত তকমা দিয়ে 'বিক্ষুব্ধ'রা দিয়ে দিন নির্দল প্রার্থী ! বিজেপির 'বিক্ষুব্ধ' কর্মীরা নির্দল প্রার্থী হিসেবে সত্যজিৎ মজুমদারের নাম ঘোষণা করল । প্রচার শুরু হয়। আর প্রচারে সত্যজিৎ নামলেন বিজেপির পতাকা নিয়েই। হেলেঞ্চাতে গেরুয়া পতাকা নিয়েই প্রচার করলেন তিনি।
বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসাবে সোমবার বিনয় বিশ্বাসের নাম ঘোষণা করা হয় । বিনয় বিশ্বাস এর নাম ঘোষণা করতেই বাগদার বিজেপির একাংশের নেতা ও কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে ওঠে । তাঁরা মঙ্গলবার হেলেঞ্চা বাজারে 'বহিরাগত প্রার্থী চাই না' স্লোগান তুলে বিক্ষোভ দেখায় । প্রার্থী পরিবর্তন করবার জন্য দলকে ২৪ ঘণ্টা সময়ও দেওয়া হয়। তাতে দল কোনও প্রতিক্রিয়া দেয়নি।