Fake Voter: রাজ্যের ভোটার তালিকায় নাম বাংলাদেশের বাসিন্দার
ABP Ananda LIVE: বাংলাদেশের বাসিন্দা ভৃগুরাম দাস, রাজ্যের ভোটার তালিকায় নাম আছে তাঁর । দস্তুরমতো রেশন কার্ডও রয়েছে ভৃগুরামের । এভাবেই বাংলাদেশ থেকে আসা বহু মানুষের নাম ঢোকানো হয়েছে ভোটার তালিকায়' । অভিযোগে সরব পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বাংলাদেশের বাসিন্দার রেশন কার্ড থাকার বিষয়টি খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে জানানো হবে, জানিয়েছেন শাসক বিধায়ক।
'চ্যাংদোলা' Vs 'ঠুসে দেব'
২০২৬-এ জিতে আসা তৃণমূলের মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলে দেওয়ার কথা বলেছিলেন শুভেনদু অধিকারী। সেই মন্তব্যের প্রেক্ষিতে বুধবার এক যোগে বিরোধী দলনেতাকে নিশানা করলেন শাসকদলের বিধায়করা। 'ঠুসে দেওয়া'র হুমকি দিলেন হুমায়ুন কবীর। সিদ্দিকুল্লা চৌধুরী বললেন, ঠ্য়াং ভাঙার কথা। পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়ে বিরোধী দলনেতা বললেেন, সাহস থাকলে ছুঁয়ে দেখুক।


















