burtolla Case: বাড়িতে ঢুকে মহিলাকে খুন, কালিম্পং থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
বড়তলা থানা এলাকায় মহিলা খুনে গ্রেফতার মূল অভিযুক্ত। কালিম্পং থেকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সৌমিক চট্টোপাধ্যায় পেশায় ইন্টিরিয়র ডেকরেটর। ধৃত সৌমিক জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে দাবি পুলিশের। মঙ্গলবার তার আরও তিনটি খুনের পরিকল্পনা ছিল বলে দাবি ধৃতের। নিজের প্রাক্তন স্ত্রী ও তাঁর দুই সন্তানকে খুনের পরিকল্পনা ছিল বলে দাবি ধৃতের।
বড়তলায় নিহত মহিলার সঙ্গে তার বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলেও দাবি ধৃতের। মহিলা সম্পর্ক ছিন্ন করতে চাইলে আক্রোশে খুন বলে দাবি। খুনের সময় ছেলে দেখে ফেলায় তার ওপরেও হামলা চালায় ধৃত সৌমিক। খুনের পর মোটরবাইকে চেপে উত্তরবঙ্গে চলে আসে অভিযুক্ত। লাভার কাছে একটি হোম-স্টে-তে গা-ঢাকা দিয়ে থাকার সময় খবর পায় পুলিশ। নিহত মহিলার ছেলের কাছে মোটরবাইকের নম্বর পেয়ে অনুসন্ধান চালাচ্ছিল পুলিশ। কালিম্পঙের পুলিশের কাছে খবর পেয়েই লাভা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। গত ১১ অক্টোবর বড়তলা থানা এলাকার হেদুয়ায় বাড়ির মধ্যেই খুন হন ৫৫ বছরের মহিলা। ধারাল অস্ত্র দিয়ে কুুপিয়ে খুন করা হয় মহিলাকে। জখম হয় মহিলার ১৫ বছরের ছেলেও