High Court: প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার
ABP Ananda LIVE: ২০২২-এর প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়ায় (Primary Recruitment) নতুন নির্দেশ হাইকোর্টের (High Court)। প্রাথমিক নিয়োগে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার (Rajsekhar Mantha)। 'প্রথম মেধাতালিকার পর আলাদা করে আরও একটি মেধাতালিকা প্রকাশ করতে হবে'। '১২ জন মামলাকারীর জন্য প্রকাশ করতে হবে আলাদা মেধাতালিকা'। নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। এই ১২ জনের মধ্যে ৪ জনের বিএড ও ডিএলএড উভয় ডিগ্রি রয়েছে। ২০২২-এ নিয়োগের ফর্ম ফিলআপের সময় তাঁরা বিএড-কেই তাঁদের মূল ডিগ্রি বলে জানায়। কিন্তু পরে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিকে বিএড বৈধ ডিগ্রি নয়। বাকি ৮ জন ২টি ডিএলএড ডিগ্রিধারী, যার একটি মুক্ত বিদ্যালয়ের, অন্যটি পর্ষদ স্বীকৃত। ওই ৮ চাকরিপ্রার্থী মুক্ত বিদ্যালয়ের ডিএলএড-এ প্রাপ্ত নম্বরকেই তাঁদের যোগ্যতামান বলে জানান। সুপ্রিম কোর্ট মুক্ত বিদ্যালয়ের ডিগ্রিও বৈধ নয় বলে জানায়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তথ্য পরিবর্তনের সুযোগ পাননি বলে অভিযোগ চাকরিপ্রার্থীদের। ৩১ জানুয়ারি মেধাতালিকা প্রকাশের পর আদালতের দ্বারস্থ হন ১২ চাকরিপ্রার্থী। 'পর্ষদকে অনেক বাধা পেরোতে হচ্ছে এটা ঠিক, কিন্তু নাগরিকের অধিকার খর্ব করা যায় না'। আলাদা মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিয়ে মন্তব্য বিচারপতি রাজাশেখর মান্থার।