Calcutta Highcourt: 'নির্যাতিতার কাছে ক্ষমা চাইতে হবে', গণধর্ষণের তদন্তে নরেন্দ্রপুর-লেক থানার ওসিকে নির্দেশ বিচারপতির
দক্ষিণ ২৪ পরগনার একটি গণধর্ষণের তদন্তে পুলিশের ভূমিকায় বিস্মিত কলকাতা হাইকোর্ট। নরেন্দ্রপুর এবং লেক থানার ওসিকে লিখিতভাবে আলাদা আলাদা করে নির্যাতিতার কাছে ক্ষমা চাইতে হবে, নির্দেশ বিচারপতি জয়মাল্য বাগচীর। নির্যাতিতার অধিকারভঙ্গের জন্য দুই থানার ওসিকে ৫ হাজার টাকা করে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ বিচারপতির। সাত দিনের মধ্যে ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শেষ করার নির্দেশ । ম্যাজিস্ট্রেটের সামনে সাক্ষ্যগ্রহণের জন্য হাজির হতে লেক থানা ই-মেলে জানায় নরেন্দ্রপুর থানায়। চৌঠা জুলাইয়ের মধ্যরাত পর্যন্ত নির্যাতিতা কিছুই জানতে পারেননি বলে দাবি। হলফনামায় কম্পিউটার অপারেটরের ওপর দোষ চাপিয়ে দায় সেরেছেন নরেন্দ্রপুর থানার ওসি। হলফনামায় তিনি জানান কম্পিউটার অপারেটর ইমেল খেয়াল করেননি । 'লেক থানার ভূমিকায় তাঁরা বিস্মিত। নির্যাতিতার ফোন নম্বর থাকা সত্ত্বেও কেন ঘুরপথে ই-মেল করে নরেন্দ্রপুর থানাকে জানানো হল সেটা আদালতের বোধগম্য নয়', পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের