Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে এফআইআরের পরে ফের পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের
সন্দেশখালিকাণ্ডে ১২দিন পার, তদন্ত নিয়ে ফের হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশ। 'ঘটনার দিন রাত সাড়ে ১১টা নাগাদ পুলিশ শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল'। সন্দেশখালিতে ইডির উপরে হামলার তদন্ত নিয়ে দাবি রাজ্য সরকারের।
'ওখানে গিয়ে কী করলেন? বাড়ি দেখে চলে এলেন?' 'প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেননি? তালা ভাঙার চেষ্টা করেননি?'
'বাড়িতে কেউ না থাকলে বাড়ি সিল করার চেষ্টা করেননি? এটাই পুলিশি নিষ্ক্রিয়তা'। সন্দেশখালিকাণ্ডে এফআইআরের পরে ফের পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের । 'রাজ্য কি সদর্থক তদন্ত করতে চায়? মূল অভিযুক্তকে গ্রেফতার করবে পুলিশ?' হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান নিয়ে রাজ্যকে প্রশ্ন বিচারপতি সেনগুপ্তর। বেপাত্তা মাস্টারমাইন্ড শেখ শাহজাহান, হাইকোর্টে প্রশ্নের মুখে পুলিশ --




















