Calcutta High Court : 'বাক্সে ঢোকাবেন বলে প্রার্থী ব্যালট লুকিয়ে রেখেছিলেন', ধূপগুড়ির বিডিও-র মন্তব্যে বিস্মিত হাইকোর্ট
ধূপগুড়ির বিডিও-র বক্তব্যে বিস্মিত বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। 'পরে বাক্সের মধ্যে ঢুকিয়ে দেবেন বলে প্রার্থী নিজেই ব্যালট লুকিয়ে রেখেছিলেন', আদালতে সওয়াল করলেন বিডিও। বিচারপতি সিনহার প্রশ্ন, 'প্রার্থী জেতার জন্য ভোটে দাঁড়ান। ব্যালট বাড়িতে রেখে দিয়ে কী হবে?' ধূপগুড়ির (Dhupguri) শাকোয়াঝোরা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি ঘটনা ঘিরে মামলা শুরু হয়েছে। অভিযোগ, সেখানকার ভোটগ্রহণ (Voting Centre) কেন্দ্রের বাইরে থেকে ৪৭টি ব্যালট উদ্ধার হয়েছিল। এই নিয়ে আদালতের দ্বারস্থ হন শাহনাজ পারভিন নামে এক প্রার্থী। শুনানিতে দেখা যায় ২৮৯টি ভোটগ্রহণ করা হলেও ২৯৬টি ভোট গণনা করা হয়েছে। বিষয়টি নিয়ে বিস্ময়প্রকাশ করেন বিচারপতি অমৃতা সিনহা। শুনানিতে উঠে আসে, ব্যালট হারিয়ে যাওয়ার কথা যা বিডিও জানতেন না। বিচারপতির শুনানিতে দেখা যায় ব্যালট যে হারিয়ে গেছে সেটা জানেনই না বিডিও। বিচারপতির মন্তব্য,'ভয়ঙ্কর প্রবণতা'। প্রিসাইডিং অফিসারকে মামলায় পার্টি করার নির্দেশ দিলেন বিচারপতি।