Post Poll Violence: 'নিয়ন্ত্রণ করতে না পারলে ৫ বছর কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে', রাজ্যকে কড়া বার্তা হাইকোর্টের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যকে ভর্তসনা হাইকোর্টের। নিয়ন্ত্রণ করতে না পারলে ৫ বছর কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে। আপনাদের লজ্জিত হওয়া উচিত, মন্তব্য বিচারপতির ।
ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence 2024) মামলায় রাজ্যকে ভর্ৎসনা হাইকোর্টের (Calcutta High Court On West Bengal Government)। 'বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি ভোট পরবর্তী সন্ত্রাস চলছে এবং এটা বন্ধ করতে হবে', মন্তব্য বিচারপতি কৌশিক চন্দের।
রাজ্যের সওয়াল ছিল, আজ অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত নির্বাচনী আচরণবিধি লাগু আছে। যে গণ্ডগোলের কথা বলা হচ্ছে, সেটা নির্বাচনকে কেন্দ্র করে নাও হতে পারে। বিচারপতির মন্তব্য, 'গত বিধানসভা ভোটের পর যা হয়েছিল এখনও তাই হচ্ছে। আপনাদের লজ্জিত হওয়া উচিত। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে ভোট পরবর্তী সন্ত্রাস হচ্ছে না?'এই রাজ্য ছাড়া আর কোথাও এই অভিযোগ আছে?'
ভোট মিটতে না মিটতেই দিকে দিকে একাধিক অশান্তির অভিযোগ আসতে শুরু করে। নদীয়ার কালীগঞ্জে এক বিজেপি কর্মীর খুন ঘিরে আলোড়ন শুরু হয়। দফায় দফায় উত্তপ্ত হয়েছে সন্দেশখালি। এমনকি, আজ, মামলার শুনানির সময়ও, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের যমুনা এলাকায় বিজেপি সমর্থকের বাড়ি ভাঙচুরের খবর আসে। গত কাল তাঁর বাড়ি ভাঙচুর করে আসবাবপত্রে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এক বিজেপি কর্মীর চায়ের দোকান ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ।