Kolkata : কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে ছাত্রী হস্টেলে রাতের অন্ধকারে দুষ্কৃতী দৌরাত্ম্য ! চুরি গেল সামগ্রী
ABP Ananda LIVE : কলকাতা বিশ্ববিদ্য়ালয়ে ছাত্রী হস্টেলে রাতের অন্ধকারে ঢুকে পড়ল দুষ্কৃতী। চুরি গেল সামগ্রী। রাজা বাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রীর মোবাইল, মানিব্য়াগ চুরির অভিযোগ। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগে বিক্ষোভ দেখাল তৃণমূল ছাত্র পরিষদ। অভিযোগ, রাজাবাজার সায়েন্স কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী সায়ন্তনী চক্রবর্তী শুক্রবার হস্টেলে তিনতলার ঘরে একাই ছিলেন। খোলা ছিল ব্য়ালকনির দরজা। মাঝরাতে নিজের রুমে আচমকা দেখেন মাঝবয়সী এক ব্য়ক্তিকে। আবাসিক সায়ন্তনী চক্রবর্তী বলেন, "কালকে রাত্রিবেলা তিনটের সময় নিজের রুমে ঘুমোচ্ছিলাম। হঠাৎ করে দেখি একটা ট্রলি পড়ে গেল আমার। হঠাৎ করে একটা ট্রলি পড়ে যায়, সেই শব্দে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি অচেনা মধ্য়বয়স্ক লোক বসে আছে। বেরোনোর চেষ্টা করছিল। ছাড়াতে গেলে ধাক্কা মেরে চলে যায়।''



















