Sujan on Canning Murders: 'গোটা রাজ্য়েই শুটআউট চলছে, কারও নিরাপত্তা নেই', তোপ সুজনের। Bangla News
একুশে জুলাইয়ের আগে ক্যানিংয়ের (Canning) জনবহুল এলাকায়, বাইক থামিয়ে তৃণমূল নেতা-সহ ৩ জনকে গুলি করে কুপিয়ে খুন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গোপালপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন মাঝি ও দুই তৃণমূল কর্মী ঝন্টু হালদার ও ভূতনাথ প্রামাণিকের। সকাল ৯টা নাগাদ পিয়ারের পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি তাজা বোমা ও ৩টি গুলির খোল। নেতা, কর্মী-সহ ৩ জনের খুনের ঘটনায় নিরাপত্তাহীনতার অভিযোগ খোদ শাসকদলের বিধায়কের গলায়। একইসঙ্গে খুনের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলেও দাবি করেছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল (TMC) বিধায়ক পরেশরাম দাস। বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। উদয়পুরকাণ্ডের প্রসঙ্গ টেনে দাবি কুণাল ঘোষের (Kunal Ghosh)। শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন, দাবি বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। গোটা রাজ্যেই ভেঙে পড়েছে প্রশাসনিক ব্যবস্থা। কারও কোনও নিরাপত্তা নেই। তোপ সিপিএম (CPIM) নেতা সুজন চক্রবর্তীর।